• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    সিলেটের শাহপরাণ থানা পুলিশের অভিযানে পাঁচ বোতল বিদেশী মদ সহ ১জন আটক

      প্রতিনিধি ১৩ আগস্ট ২০২১ , ৫:২৪:৫২ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ ১২ আগষ্ট সময় অনুমান ১৬:৫০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আনিসুর রহমান সার্বিক দিক নির্দেশনায় শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্র,

    এসআই সারোয়ার হোসেন ভূইয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন পরগনা সাকনিস্থ ওসমান গনি সেন্ট্রাল টি ফ্যাক্টরীর সামনে তামাবলি টু সিলেটগামী পাকা রাস্তার উপর পৌঁছামাত্র পালানোর চেষ্টাকালে

    এসআই সায়োরার হোসেন ভূইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশী করে তার হেফাজত হতে ০১ টি সবুজ রংয়ের ফোরষ্টক সিএনজি যার রেজি নং- সিলেট-থ-১১-৩৬৩৯, মূল্য অনুমান ৫,০০,০০০ টাকা।

    ১ (এক) টি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগে রক্ষিত কাচেঁর ৫ বোতল বিদেশী মদ (WHISKY), প্রতিটি বোতলে ৭৫০ এমএল করে সর্বমোট ৩,৭৫০ এমএল। প্রতিটি বোতলের মূল্য অনুমান ৫,০০০ টাকা করে ৫টি সর্বমোট ২৫,০০০ টাকা।

    আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে, মোঃ ‍বিল্লাল মিয়া (৩১), পিতা – আবুল মিয়া, আব্দুল কুদ্দুস, মাতা- মৃত ফরিদা বেগম স্থায়ী: গ্রাম- বেলঘর (পো- জগদীশপুর) , উপজেলা/থানা- মাধবপুর, জেলা -হবিগঞ্জ, বলে জানায়। উক্ত ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানার মামলা নং-১১, আজ ১২ আগষ্ট ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ২৪(ক) রুজু করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content