প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০১৯ , ২:২১:২৪ অনলাইন সংস্করণ
এম এ মোতালিব ভুঁইয়া : সুনামগঞ্জের দোয়ারাবাজারে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজন পলাতক আসামীকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আবুল হাশেমের দিকনির্দেশনায় এসআই সানা উল্লাহ্ ও এএসআই জামাল মিয়া,বজলুল করিম এবং ছায়াদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিত্বে শুক্রবার (২০ ডিসেম্বর)সন্ধায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
আটককৃতরা হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাও গ্রামের মৃত ফরিদ উদ্দিনের পুত্র মোঃআব্দুল আহাদ ও বাঁশতলা চৌধুরীপাড়া বর্তমানে কলোনী নিবাসী মৃত শুকুর আলীর পুত্র নুরুল হক ।
পুলিশ জানিয়েছে মোঃআব্দুল আহাদ সিআর ৭৯/১৮ ,দায়রা ৬৫৮/১৮ (নেগোঃইন্সঃঅ্যাক্ট এর ১৩৮ ধারা)মামলার পলাতক আসামী ও নুরুল হক জিআর ৫১/১৯৯৫(দোয়ারা)মামলার পলাতক আসামী।
দোয়ারাবাজার থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো:আবুল হাশেম গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন,আসামীদের শুক্রবার (২০ ডিসেম্বর)আটক করা হয়েছে।আটককৃত আসামীদের শনিবারে(২১ ডিসেম্বর) সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।