• সংবর্ধনা / উদ্বোধন

    জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান

      প্রতিনিধি ১২ আগস্ট ২০২১ , ৪:৩৯:৩১ অনলাইন সংস্করণ

    হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের জন্য ২ কুটি ১৩ লাখ ৬ হাজার ২ শত ৬৩ টাকা ব্যয় সাপেক্ষে নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ১২ ই আগষ্ট রোজ বৃহস্পতিবার বেলা ১ ঘটিকার সময় বৃষ্টি উপেক্ষা করে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। উদ্বোধনকালে মন্ত্রী বলেন, বাঙালী জাতির সুর্য সেনা বীর সন্তান হলেন মুক্তিযোদ্ধারা। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সুখ-দুঃখে একাকার হয়ে মিশে আছে। তাদের উন্নয়নে একমাত্র আওয়ামী লীগ সরকারই কাজ করে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
    এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, জেলা কৃষি বিভাগের উপপরিচালক ফরিদুল হাসান, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান, ভিডাব্লিউডির কর্মকর্তা মমিন আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব মোঃ আকমল হোসেন, সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু মিয়া, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী,জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম সারোয়ার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম সহ বিভিন্ন পর্যায় এর নেতৃবৃন্দ।
    এছাড়াও সকাল ১১ টায় জগন্নাথপুর উপজেলার নারিকেলতলা ও কুবাজপুরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও টেক্টটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্হাপনের জন্য প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।পরে দুপুর ২ ঘটিকার সময় ৫০ লাখ টাকা ব্যয় সাপেক্ষে জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবনেট উদ্ধোধন করেন।এসয়ম উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার প্রশাসক জাহাঙ্গীর হোসাইন। জনস্বাস্থ্য অধিদপ্তরের দপ্তরের ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়াজেদ আলী, সুনামগঞ্জ জেলা জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী আবুল কাসেম, জগন্নাথপুর জনস্বাস্থ্য সহকারী প্রকশৌলী আব্দুর রব সরকার,জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর পৌর সভার মেয়র আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান আক্তার, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা যুলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।
    এদিকে বেলা আড়াই ঘটিকার দিকে কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত বিপন্ন অসহায় হতদরিদ্র মানুষের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আর্থিক অনুদান বিতরণ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা সমাজকল্যাণ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ এর হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব মোঃ আকমল হোসেন, সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু মিয়া ও উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমূখ।
    এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোঃ সিদ্দিক আহমেদ, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা যুবলীগ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলর সাফরোজ ইসলাম মুন্না ও সরকারি কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
    পরিশেষে সুবিধাভোগী হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন অতিথি বৃন্দ।

    আরও খবর

    Sponsered content