• লিড

    দিরাই’র রাজনগর সংঘর্ষের মামলায়  গ্রেফতার ৩, জামিনে মুক্ত ২

      প্রতিনিধি ১২ আগস্ট ২০২১ , ১:৫৮:২১ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ দিরাই’র জগদল ইউনিয়নের রাজনগর গ্রামের সংঘর্ষের মামলায় গতকাল বুধবার বিকাল ৫ ঘটিকার সময় নলুয়ার হাওরে নৌকা যোগে পালিয়ে যাওয়ার সময় দিরাই থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। তারা হলো ছালিক মিয়ার পুত্র শাহাজাহান মিয়া (৩০), হাসান মিয়া (২৩) ও কাপ্তান মিয়া (২১)।
    দিরাই থানা ও মামলার বাদী সূত্রে জানা যায়
    আজ সকাল ১১ ঘটিকার সময় ৩ আসামিকে দিরাই থানা পুলিশ কোর্টে প্রেরন করেন।
    আসামি পক্ষ আসামিদের জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত ২ জনকে জামিন মঞ্জুর ও শাহাজাহান মিয়া নামে একজনকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করার নির্দেশ দেন। জামিনপ্রাপ্ত হাসান এর  উপর আগেও মামলার ছিল বলে জানা যায়।
    প্রসঙ্গতঃ ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে বিরোধ ও না বালিকা লন্ডনী মেয়ের বিয়ে ভাঙা নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে সংঘর্ষ বাধলে ৪জন আহত হয়, এর মধ্যে ২ জন গুরুতর আহতকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
    আহত ও সালিশ সূত্রে জানা যায়- রাজনগর গ্রামের ছালিক মিয়া ও ছুরত তাদের অপর ভাই দেরকে ঠকিয়ে বৃদ্ধা মাকে ফুসলিয়ে ও ভুল বুঝিয়ে নিজের জায়গা সহ যৌথ অর্থায়নে নির্মিত বিল্ডিং লিখিয়ে নেন যুক্তরাজ্য প্রবাসী ছুরত মিয়া এবং তাকে সঙ্গ দেন বড় ভাই ছালিক মিয়া।
    দীর্ঘদিন ধরে চলে আসা এই বিরোধ নিষ্পত্তি করতে এবং ছুরত লন্ডনীর না বালিকা মেয়েকে তার বড় ভাই ছালিক মিয়ার ছেলের সাথে বিবাহ দিতে চাইলে প্রশাসন এই বাল্যবিবাহ ভেঙে দেন এটার জন্য লন্ডনীর ছোট ভাই সানুর ও ছুরুককে দায়ী করে উত্তেজনা চলে আসায় তা নিরসনের জন্য গ্রামের গণ্যমান্য লোকজনদের সহায়তায় সালিশ বৈঠকে বসলে সালিশ চলার একপর্যায়ে লন্ডনী ছুরত মিয়ার পক্ষের বড় ভাই ছালিক মিয়া ও তাদের ভাড়াটে লোকজন দিয়ে হামলা করে তাদের ছোট ভাই সানুর, ছুরুক মিয়া ও তার স্ত্রীকে গুরুতর জখম করে।
    পরের দিন আহতদের এক বোন বাদী হয়ে দিরাই থানায় মামলা দায়ের করেছিল।

    আরও খবর

    Sponsered content

    এশিয়ার বৃহত্তম দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন কক্সবাজার-দোহাজারী রেল পথ উদ্বোধন

    তাহিরপুরে নিরীহ পরিবারের বন্ধকী জায়গা জোরপূর্বক দখলের পায়ঁতারা, লুটপাঠ ও মারধরের অভিযোগ

    সুনামগঞ্জ পাউবোর প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠণের ঘোষণা দিলেন পানি সম্পদ উপমন্ত্রী শামীম

    ডামমন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ শতাধিক কর্মী-কর্মকর্তা নিয়ে এক “কর্মী সমাবেশ অনুষ্ঠিত

    দিরাই পৌরসভার ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিপুল ভোটে নির্বাচিত হলেন লিটন রায় :

    বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীতে সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ৬৫০জন মুক্তিযোদ্ধার মাঝে শাড়ি লঙ্গী ও দুইশতাধিক শিশুদের মাঝে খাবার বিতরণ