প্রতিনিধি ১১ আগস্ট ২০২১ , ১১:০৩:১২ অনলাইন সংস্করণ
হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ দীর্ঘদিন পর জগন্নাথপুর -পাগলা – সুনামগঞ্জ সড়ক ও জগন্নাথপুর -বিশ্বনাথ -রশীদপুর-সিলেট সড়ক সহ জগন্নাথপুর এর আভ্যন্তরীন সড়ক গুলোতে পুরোদমে যানবাহন চলাচল করেছ। ফলে স্বাভাবিক ভাড়ায় কর্মস্থল সহ প্রয়োজনীয় কাজে যানবাহনে চলাচল করতে পারায় জনমনে স্বস্তি দেখা দিয়েছে।
মরনব্যাধী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতার লক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য সুরক্ষাকল্পে দীর্ঘদিন মুল ভাড়ার চেয়ে ৬০% ভাড়া বেশী দিয়ে যাবাহনে চলাচল করার পাশাপাশি বিগত টানা ১৯ দিন এর লকডাউনে গণপরিবহন চলাচল বন্ধ থাকার কারনে কর্মজীবী সহ প্রয়োজনীয় কাজে বাড়ীর বাইরে বের হওয়া জনসাধারণকে নানাবিধ ভোগান্তির শিকার হতে হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক আজ ১১ ই আগষ্ট রোজ বুধবার সকাল থেকে সারা দেশের ন্যায় জগন্নাথপুর উপজেলা থেকে জগন্নাথপুর -পাগলা -সুনামগঞ্জ ও জগন্নাথপুর – বিশ্বনাথ -রশীদপুর-সিলেট সড়কে দূরপাল্লার গণপরিবহন চলাচল করার পাশাপাশি আভ্যন্তরীন সড়ক গুলোতে সকল রকমের যানবাহন চলাচল করছে। ফলে অতিরিক্ত ৬০℅ ভাড়া বেশী না দিয়ে স্বাভাবিক ভাড়া অর্থাৎ লকডাউন পূর্ববর্তী ভাড়ায় কর্মস্থল তথা প্রয়োজনীয় কাজে যানবাহনে চলাচল করতে পারায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। নির্ধারিত আসনে যাত্রী নিয়ে স্বাস্থ্য বিধি মেনে চালকরা যানবাহন চালাচ্ছেন। লকডাউন শিথিল হওয়ায় খেটে খাওয়া মানুষ তথা সকল শ্রেনী পেশার লোকজন এর মাঝে আনন্দ বিরাজ করছে।
এ ব্যাপারে যানবাহনে চলাচলকারী সালাম, শহীদ ও বনিক বাবু সহ একাধিক যাত্রী তাদের অভিপ্রায় ব্যাক্ত করতে গিয়ে বলেন, স্বাস্থ্য বিধি মেনে নির্ধারিত আসনে যাত্রী নিয়ে যানবাহন চলছে। স্বাভাবিক ভাড়ায় যাতায়াত করছি। খুবই ভালো লাগছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মূখে মাস্ক পরে ও স্যানেটাইশন ব্যবহার করে চলাচল করছি। স্বাস্থ্য বিধি মেনে চলাচল করতে দেশবাসীর প্রতি অনুরোধ রইলো ।