প্রতিনিধি ১০ আগস্ট ২০২১ , ৬:১২:৩৫ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধি।দিরাইয়ে লন্ডন প্রবাসী এক কিশোরীর প্রশাসন কর্তৃক বাল্যবিবাহ বন্ধের জের ও জমি নিয়ে বিরোধ এর জেরে মা ভাই সহ সালিশ বৈঠকে সাধারণ মানুষের উপর ছুরত লন্ডনীর হামলা করেছে বলে অভিযোগ আহতদের।
দিরাইয়ে লন্ডন প্রবাসী এক কিশোরীর প্রশাসন কর্তৃক বাল্য বিবাহ বন্ধের জের ও জায়গা সংক্রান্ত বিরোধে লন্ডন প্রবাসী ছুরত মিয়া কর্তৃক মা ও ভাইদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার রাত ৮ টার দিকে উপজেলার জগদল ইউনিয়নের হালেয়া-রাজনগর গ্রামে পারিবারিক বিরোধ মিমাংসার সালিশি বৈঠকে এ হামলার ঘটনাটি ঘটে।
হামলায় আহত ছুরুক মিয়া(৪০), শানুর মিয়া(৩৫), আকলিমা(৩২), রানা বেগম (৪৫) কে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হামলার ঘটনায় প্রবাসীর বোন রানা বেগম বাদী হয়ে মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় দিরাই থানায় যুক্তরাজ্য প্রবাসী ছুরত মিয়া সহ ৮ জন কে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
রানা বেগম বলেন, দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য প্রবাসী বড় ভাই ছুরত মিয়া ও তার স্ত্রী ছমিরুন নেহার তাদের পারিবারিক জায়গা সম্পত্তি আত্মসাতের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এ নিয়ে দীর্ঘদিন যাবত তাদের মধ্যে বিরোধ চলে আসছে। কিছুদিন আগে ছুরত মিয়া পরিবার সহ যুক্তরাজ্য থেকে দেশে আসেন। গত ৩০ জুলাই তার কিশোরী কন্যার বিয়ের আয়োজন করা হলে, গোপন সংবাদের ভিত্তিতে বেআইনিভাবে বাল্য বিবাহ দেওয়া বন্ধ করে দেন দিরাই উপজেলা প্রশাসন। এরই জের ধরে আবারও বিরোধ সৃষ্টি হলে গ্রামবাসী পারিবারিক বিরোধ মীমাংসার উদ্যোগ নেন। গত রাতে বিরোধ মীমাংসার জন্য শালিস বৈঠকে বসলে এলাকা বাসীর উপস্থিতিতে সুরত মিয়া দলবল নিয়ে হামলা চালিয়ে আমার ভাই শানুর মিয়ার ৯ মাসের গর্ভবতী স্ত্রীসহ আমাদের কে গুরুতর আহত করেন। এব্যাপারে যুক্তরাজ্য প্রবাসী ছুরত মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে