• হবিগঞ্জ

    হবিগঞ্জ জেলায় আবার ও শ্রেষ্ঠ নির্বাচিত হলেন চুনারুঘাটের ওসি (তদন্ত) চম্পক দাম

      প্রতিনিধি ১০ আগস্ট ২০২১ , ৫:৪৩:২০ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল,বিশেষ প্রতিনিধিঃ পুরস্কারের অভিন্ন মানদণ্ডের আলোকে জুলাই মাসে আবারও জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম। সোমবার( ৯আগস্ট) জেলার মাসিক কল্যাণ সভায় নবাগত পুলিশ সুপার এস এম মুরাদ আলী বিভিন্ন পদমর্যদার শ্রেষ্ঠ অফিসারদের মধ্যে সন্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়াও জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন চুনারুঘাট থানার এস আই ভুপেন্দ্র চন্দ্র বর্মন। তিনি পরপর তিনবার জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য ইন্সপেক্টর চম্পক দাম গত ৪ ডিসেম্বর ২০১৯ সালে চুনারুঘাট থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি আলোচিত মামলা তদন্ত, একাধিক ক্লুলেস খুন মামলার আসামি, বড় বড় দাগী চোর, ডাকাত ও মাদক মামলার আসামি গ্রেফতার ও মামলার রহস্য উদঘাটন, জুয়া বন্ধ ও জুয়াড়ি গ্রেপ্তার,আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, কমিউনিটি পুলিশিং কার্যক্রমসহ নানা ধরণের কাজের মাধ্যমে পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সার্বিক বিষয়ে বিগত দিনে অবদান রেখেছেন তিনি। চম্পক দাম জানান জেলার পুলিশের অভিবাবক পুলিশ সুপার এর নিকট থেকে ভাল কাজের স্বীকৃতি পাওয়া অত্যন্ত সন্মানের। এ ধরনের পুরস্কার আরো কর্মস্পিহা ও দায়বদ্ধতা বাড়িয়ে দেয়।

    0Shares

    আরও খবর

    Sponsered content