প্রতিনিধি ৭ আগস্ট ২০২১ , ৫:২৯:৫৮ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধি।করোনায় বিপর্যস্ত হবিগঞ্জ জেলা। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই জেলার বিভিন্ন স্থান থেকে শ্বাস কষ্টসহ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে রোগীরা। ফলে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। যার প্রেক্ষিতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের করোনায় ওয়ার্ডে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট।
যদিও আলেয়া জাহির ফাউন্ডেশনসহ বেশ কিছু সামাজিক সংগঠন নিজ উদ্যোগে বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিচ্ছেন অক্সিজেন সেবা। তবে এবার সেই অক্সিজেন সংকট কাটাতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চালু হচ্ছে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট। ইতিমধ্যে প্ল্যান্ট স্থাপনের কাজ বেশ এগিয়েছে। আগামী ৬ দিনের মধ্যে এ সেবা পুরোপুরি চালু হবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন জেলা স্বাস্থ্যবিভাগ।
এদিকে, সম্প্রতি হবিগঞ্জ সদর হাসপাতালে লিকুইড অক্সিজেন প্ল্যান্টের স্থাপনের কাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। এসময় দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি। এমপি আবু জাহির বলেন, করোনা পরিস্থিতিতে অক্সিজেনের অভাবে যেন প্রাণহানি না ঘটে এজন্য প্লান্টটি স্থাপন করা হচ্ছে। আশাকরি দ্রুত এ সমস্যার সমাধান হবে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের (আরএমও) ডা. মোমেন উদ্দিন চৌধুরী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্ল্যান্টটি স্থাপন হচ্ছে। প্ল্যান্টে ৫ হাজার ৬৪৪ লিটার অক্সিজেন মজুদ রাখা সম্ভব। মুজদ শেষ হলেই পুনরায় গাড়ি এসে রিফিল করে দিয়ে যাবে।সিভিল সার্জন ডা. একেএম মুস্তাফিজুর রহমান জানান, প্ল্যানটি স্থাপিত হলে হবিগঞ্জবাসি এর থেকে উপকৃত হবে। কাটবে অক্সিজেন সংকট।জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩০০ জন, সুস্থ হয়েছেন ২৬১৫ জন এবং মৃত্যু হয়েছে ৩৮ জনের।