প্রতিনিধি ৭ আগস্ট ২০২১ , ১:১৭:০১ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হাসপাতাল সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়াড়িকে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের নির্দেশে এসআই সনজীত চন্দ্র নাথ, এসআই (নি.) মাে. মুখলেছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (০৬ আগস্ট) শেষ রাতে গােপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাসপাতাল রােডে আব্দুল আজিজ বেনু মিয়ার বাসায় অভিযান পরিচালনা করে।
এসময় জুয়া খেলা অবস্থায় শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়া গ্রামের খেলু মিয়ার ছেলে মাে. লিলু মিয়া (২৪), বানিয়াচং উপজেলার গুনই গ্রামের গ্রিরিন্দ্র পালের ছেলে কানু রুদ্রপাল (২৮), ব্রাহ্মণডােরা গ্রামের খলিল মিয়ার ছেলে জালাল মিয়া (৩৫) ও নােয়াখালী জেলার সেনবাগ থানার বাদাকান্দি গ্রামের মাে. ইয়াকুব আলী ছেলে মাে. পলাশ মিয়া (২০)কে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা আটক করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়াড়িদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।