প্রতিনিধি ৭ আগস্ট ২০২১ , ১:০৫:০৩ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে এক দিনে বিভিন্ন শ্রেনী পেশার ৫ হাজার ৪শত জন মানুষকে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জনসাধারণ টিকা নিয়েছেন।
সারাদেশে ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী নারী-পুরুষ, শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল এর মানুষকে প্রাধান্য দিয়ে শুরু হয়েছে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিষেধক কোভিড-১৯ টিকাদান কার্যক্রম। এরই ধারাবাহিকতায় সরকারি নির্দেশনা মোতাবেক আজ ৭ ই আগষ্ট রোজ শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জনসাধারণের মাঝে একযোগে ৫ হাজার ৪০০ টি কোভিড-১৯ টিকা প্রদান প্রদান করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর , উপজেলা সহকারী কমিশনার( ভূমি) অনুপম দাশ অনুপ ,জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সহ উপজেলার অন্যান্য সকল কর্মকর্তা, পৌর সভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ সহ গ্রাম পুলিশদের ঐকান্তিক সহযোগিতায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম সুসম্পন্ন হয়েছে।