প্রতিনিধি ৪ আগস্ট ২০২১ , ২:৩৮:০৫ অনলাইন সংস্করণ
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। তিনি ঘটনার বিবরণে নয়া দিগন্তকে বলেন, বরযাত্রী হিসেবে তারা নৌকাযোগে সুন্দরগঞ্জ ইউনিয়ন থেকে পাকা ইউনিয়নের দিকে যাচ্ছিল। এ সময় দক্ষিণ চরপাতা এলাকায় পদ্মার তেলিখারি ঘাট পর্যন্ত এলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। পরে তারা ঘাটেই একটি ঘরে আশ্রয় নেয়। ওই ঘরেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, ১৭ জনের মধ্যে পাঁচজন নারী বাকি ১২ জন পুরুষ। ১৭ জনের মধ্যে ১৬ জন সুন্দরগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। বাকি একজনের পাকা ইউনিয়নের বাসিন্দা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকতা মো: সাকিব-আল-রাব্বি ঘটনাস্থাল পরিদর্শন করছিলেন।