• আহত / নিহত

    শাল্লায় স্কুল ভবনের পিলারের নীচে পড়ে দিরাইয়ের শ্রমিক নিহত,

      প্রতিনিধি ২৯ জুলাই ২০২১ , ৬:২৫:২৯ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে শাহ আরিফিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার সময় ভবনের পিলারের নীচে পড়ে মো. লাকু মিয়া (২৫) নামে এক শ্রমিক নিহত ও মো. সাইদুর মিয়া নামে একজন আহত হয়েছেন। শনিবার (২৯ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত লাকু মিয়া দিরাই উপজেলার দাইপুর গ্রামের মো. নুর ইসলামের ছেলে ও আহত আতর আলী সুনামগঞ্জের বিটগঞ্জ গ্রামের বাসিন্দা।

    প্রত্যক্ষদর্শীরা জানান, শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে শাহ আরিফিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার জন্য সকাল থেকে শ্রমিকরা কাজ করছিলেন। দুপুরের দিকে ভবনের পিলারের নীচে পড়েন মো. লাকু মিয়া। দ্রুত পিলারের নিচ থেকে লাকু মিয়াকে উদ্ধার করে দিরাই উপজেলা হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ও আহত শ্রমিক আতর আলী (২৮)দিরাই উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    এবিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ মো. নূর আলমের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, আমরাও জেনেছি দিরাই হাসপাতালে যাবার পথে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

    আরও খবর

    Sponsered content