• গ্রেফতার/আটক

    দিরাইয়ে জানে আলম এর ওপর হামলাঃ ছাত্রলীগ নেতা সোহেল মিয়া সহ গ্রেফতার ৩

      প্রতিনিধি ২৮ জুলাই ২০২১ , ১০:৪৯:২৫ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ দিরাইয়ে ছাত্রলীগ নেতা আহমেদ জানে আলম এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আজ উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল মিয়া সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
    গতকাল রাতে এশার নামাজের সময় সাবেক মেয়র মোশাররফ মিয়ার ঘনিষ্ঠ ও উপজেলা ছাত্রলীগের নেতা আহমেদ জানে আলম (দিরাই বাজারে নিজ মামার দোকানে বসা অবস্থায়) সন্ত্রাসী হামলার শিকার হন।
    এই হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল এর আত্মীয় ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মোঃ নাজমুল হক এর ভাই ফরহাদ মিয়া, বাদল মিয়া ও ভাতিজা উপজেলা ছাত্রলীগের নেতা সোহেল মিয়াকে।

    গ্রেফতারকৃত সবাই বর্তমান মেয়র বিশ্বজিৎ রায় ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় এর ঘনিষ্ঠ ও এমপি জয়াসেন গুপ্তার অনুসারী বলে জানা গেছে।
    হামলার প্রতিবাদে দিরাই শহর রাতেই উত্তপ্ত হয়ে ওঠে কিন্তু পুলিশের তৎপরতায় বড় ধরনের সংঘাত থেকে রক্ষা পায় শান্ত শহর দিরাই।
    জানে আলম এর শয্যা পাশে সাবেক সচিবমেয়র এদিকে হামলায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা আহমেদ জানে আলমকে দেখতে দিরাই উপজেলা সদর হাসপাতালে ছুটে যান সাবেক যুগ্ম সচিব ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান ও সাবেক মেয়র ও দিরাই উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ মিয়া। এছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় তাদের সাথে ছিলেন।
    শান্ত শহর দিরাইয়ে যারা সন্ত্রাসী হামলা করেছে তাদের ছাড় দেওয়া হবে না হুশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।
    আহত জানে আলম এর মামা উপজেলা আ’লীগ নেতা মতিউর রহমান জানান আমার ভাগ্না আহমেদ জানে আলম এর উপর জঘন্য সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা মামলা দায়ের করেছি, সন্ধ্যার পরে আপনাদের বিস্তারিত অবহিত করা হবে।

    এব্যাপারে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেননি।

    আরও খবর

    Sponsered content