প্রতিনিধি ২৬ জুলাই ২০২১ , ৮:৩০:৫৫ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কে শান্তিগঞ্জ উপজেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। আজ নিকারের সভায় এ সিদ্ধান্ত হয়। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর নির্বাচনী এলাকা ও নিজ এলাকা শান্তি গঞ্জ কে উপজেলা হিসেবে নামকরণ করতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। যার প্রেক্ষিতে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর প্রচেষ্টায় শান্তিগঞ্জ উপজেলা স্বীকৃতি মিলল। দীর্ঘদিন ধরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিয়ে নানা প্রতিবন্ধকতা দেখা দিয়েছিল। শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের সকল দাপ্তরিক অফিস রয়েছে। এদিকে শান্তিগঞ্জ উপজেলা হিসেবে স্বীকৃতি মিলায় শান্তিগঞ্জে আনন্দের বন্যা বইছে, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কে অভিনন্দন জানিয়ে এলাকাবাসী আনন্দ প্রকাশ করছেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন।
অপর দিকে সুনামগঞ্জ১ আসনের মধ্যনগর থানাকে নিকার সভায় উপজেলা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।