প্রতিনিধি ২৫ জুলাই ২০২১ , ১১:০৮:২৭ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারণা ও বাজার মনিটরিং করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবুল হাসনাত মোঃ খাইরুল বাশার ও জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
মরনব্যাধী করোনা ভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য বিধি মেনে চলার লক্ষে ২৫ শে জুলাই রোজ রবিবার ১১ ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রচারণা ও বাজার মনিটরিং করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবুল হাসনাত মোঃ খাইরুল বাশার ও সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেসবাহ উদ্দীন আহমেদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার উজ জামান ও সেনাবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ এবং অন্যান্যরা। এসময় চলমান লকডাউনে ঘরের বাহির না হওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং অতি প্রয়োজনে ঘরের বাহির হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করেন।