প্রতিনিধি ২৩ জুলাই ২০২১ , ১১:০২:০৯ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে ঈদুল আজহার দ্বিতীয় দিনে জুবিলীয়ান ৯৯ ব্যাচের অর্থায়নে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ১০০ অসহায় পরিবারের মাঝে ১ লক্ষ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে উকিল পাড়া স্কাই পার্কে জুবিলীয়ান ৯৯ ব্যাচের সদস্যদের উপস্থিতিতে নগদ অর্থ বিতরণ করেন মামুন,রুপক,হাবিব,মাহিন,ইমন,মিলন,ছানি,মতিউর, শ্রীকান্ত,সোহেল রানা,খোরশেদ, শাহিনুল প্রমুখ। প্রবাস থেকে জুবিলীয়ান ৯৯ ব্যাচের যারা সহযোগিতা করেছেন রনি,সোহাগমনি,প্রিন্স, রাব্বি,নাহিদ, সাইফুল ইসলাম,রনি,মাসুক,মামুন, দেলোয়ার প্রমুখ। এই অর্থ বিতরণ বিষয়ে জুবিলীয়ন ৯৯ ব্যাচের মামুন বলেন, পৌর এলাকার অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জুবিলীয়ান ৯৯ ব্যাচ সবসময় কাজ করে চলেছে মানুষের সাথে মানুষের পাশে এই স্লোগানকে সামনে রেখেই আমরা সবাই এগিয়ে যেতে চাই এবং দেশ ও প্রবাসের সকল বিত্তশালীদের প্রতি অনুরোধ করোনা সংকটে অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ান।