• দুর্ঘটনা

    জগন্নাথপুর-পাগলা সড়কে দুর্ঘটনায় ২ জন আহত, বিকল্প রাস্তার সংস্কার

      প্রতিনিধি ২৩ জুলাই ২০২১ , ১০:৫১:০৬ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর – পাগলা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তারেক(১৮) ও সুয়েব (২৫) নামক দুই জন আহত হয়েছেন।

    বিকল্প রাস্তার সংস্কার প্রয়োজন।

    ঘটনার বিবরণে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত খাসিলা উত্তরপাড়া নিবাসী মোঃ আলাই মিয়ার ছেলে মোঃ তারেক মিয়া(১৮) ও মোঃ সফর আলীর ছেলে মোঃ সুয়েব মিয়া(২৫) আজ ২২ শে জুলাই ছাতক উপজেলার শক্তিয়ারগাঁও গ্রামে আত্বীয়র বাড়ীতে ঈদের দাওয়াত খেয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ী ফেরার পথে বেলা প্রায় দুই ঘটিকার সময় জগন্নাথপুর -পাগলা সড়কের নির্মাণাধী কলকলিয়া ব্রীজ এর দক্ষিণ পার্শ্বে পৌঁছা মাত্রই মোটরসাইকেলটি বিকল্প রাস্তার গর্তে পড়ে দুর্ঘটনা কবলিত হয়ে পড়ে। এতে তারেক মিয়া (১৮) ও সুয়েব মিয়া (২৫) গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় কলকলিয়া বাজারস্থ মিজান ফার্মেসীতে চিকিৎসা দেওয়া হয়েছে। জগন্নাথপুর -পাগলা সড়কের নির্মাণাধীন ব্রীজ গুলোর পার্শ্ববর্তী বিকল্প রাস্তা গুলোতে বড় বড় গর্তের সৃষ্টি কাদা-পানিতে একাকার হয়ে যাওয়ার ফলে যানবাহনে চলাচলে এমন ছোট-খাটো দুর্ঘটনা প্রায়ই ঘটছে।এই রাস্তা গুলোতে যেকোনো মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশংকা করছেন। বিদায়ী জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে জগন্নাথপুর – পাগলা সড়কের নির্মাণধীন আক্তাপাড়া, কোন্দানালা, দাড়াখাই ও নাদামপুর ব্রীজের পার্শ্ববর্তী বিকল্প রাস্তা ও খাশিলা ব্রীজের এপ্রোচ এর বড় বড় গর্ত গুলো অনতিবিলম্বে সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুদৃষ্ট কামনা করছেন অত্র এলাকার সচেতন মহল।

    আরও খবর

    Sponsered content