প্রতিনিধি ২১ জুলাই ২০২১ , ১২:৫১:০৯ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধি: ঈদের আগের দিন মঙ্গলবার দিবাগত রাত থেকে বৃষ্টি হচ্ছে। আজ বুধবার পবিত্র ঈদুল আযহার দিনে সেই বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে সিলেটে বিভিন্ন জায়গায় মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে গেছেন। কেউ গেছেন এলাকার ঈদগাহ মাঠে, কেউবা আবার মসজিদে।
তবে ঈদগাহ মাঠে যারা নামাজ আদায় করেছেন, তারাই বৃষ্টির কবলে পড়েছেন। এঁদের অনেকে বৃষ্টির সময় ভিজে ভিজে নামাজ আদায় করেন। এদিকে গত বছরের মতো এবারও সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। শুধু শাহী ঈদগাহ নয় মহানগরীর কোথাও ঈদগাহ মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি। শুধু মাত্র মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়েছেন মুসল্লিরা।
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে বৃষ্টি উপেক্ষা করে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হয়। আম্বরখানা জামে মসজিদে ৭টা ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়ছে।নগরীর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার ৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সকাল ৭টায় প্রথম, ৮টায় দ্বিতীয় ও ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।
বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদে ৩টি জামাত অনুষ্ঠিত হয়। তারমধ্যে সকাল ৮টায় প্রথম, ৯টায় দ্বিতীয় ও ১০টায় তৃতীয় জামাত হওয়ার কথা। বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ৮টায় একটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।