• শুভেচ্ছা বাণী

    চরনারচর ইউনিয়নবাসীকে চেয়ারম্যান রতন তালুকদারের অগ্রিম ঈদুল আযহার শুভেচ্ছা

      প্রতিনিধি ১৯ জুলাই ২০২১ , ৩:৫৫:৪০ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ বছর ঘুরে এলো খুশীর ঈদ। তাই ঈদের এই আনন্দঘন মুহুূর্তে আমার নিার্বচনী এলাকা সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের সর্বস্তরের মুসলিম ভাইবোনদেন জানাচ্ছি অগ্রিম ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। আসুন ধনী ও গরীবের বৈষম্য ও ভেদাভেদ ভূলে গিয়ে এক কাতারে সামিল হয়ে ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ভাগাভাগি করে নেই। মহামারী এই করোনা ভাইরাসের প্রার্দূভাব থেকে বাচঁতে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করি। আসুন এই ঈদের দিনে নিজে মাস্ক পড়ি অন্যকে মাস্ক পড়তে উৎসাহিত করে নিজে নিরাপদে থাকি অন্যকে ও নিরাপদে রাখি। আবারো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।
    শুভেচ্ছান্তে
    রতন কুমার দাস তালুকদার
    চেয়ারম্যান
    চরনারচর ইউনিয়ন পরিষদ
    দিরাই উপজেলা,সুনামগঞ্জ।

    আরও খবর

    Sponsered content