প্রতিনিধি ১৯ জুলাই ২০২১ , ৩:১৪:১৬ অনলাইন সংস্করণ
কে এম শহীদুল সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হুদা মুকুটের রোগমুক্তি কামনায় মৎস্যজীবী লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সম্পাদক ফজলুল হকের সভাপতিত্বে ও জেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হোসেন বাবুর সঞ্চালনায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হুদা মুকুটের রোগমুক্তির কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষধের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। জেলা যুবলীগের সিনিয়র সদস্য ও সাবেক পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু,জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, জেলা সেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপু, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা আবেদীন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা এড. আব্দুল কাদির চৌধুরী জিলান, জেলা কৃষকলীগ নেতা তারেক মিয়া, পৌর মৎস্যজীবী লীগরে আহŸায়ক সুনু মিয়া,সদস্য রহিম আলম রানা, সদর উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক এনাম, ও সদর উপজেলা মৎস্যজীবী লীগ এবং পৌর মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ।
মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম সাহেব। মোনাজাতের সময় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল এবং সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বল এর রোগমুক্তির কামনায় মোনাজাত করা হয়।##