• লিড

    বিশ্বম্ভপুর সলুকাবাদ ইউপির চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী তপনের একান্ত সাক্ষাৎকার

      প্রতিনিধি ১৮ জুলাই ২০২১ , ৩:৩৬:৩৯ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ থেকে আজিজুল ইসলাম ও মাহফুজ।

    সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নের বর্তমান সু-যোগ্য চেয়ারম্যান, নুরে আলম সিদ্দিকী তপনের সাথে একান্ত আলাপ কালে তিনি দৈনিক ভাটি বাংলা ডটকম’কে বলেন আমি ১৯৯২ সাল থেকে রাজনীতিতে পা রাখি এবং ১৯৯৩ সালে বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয় তখন আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই, আমি ছাত্রলীগে থাকা অবস্থায় ১৯৯৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করি, যোগদানের পর দীর্ঘ ২২ বছরের অধিক সময় সেনাবাহিনীতে কর্মরত ছিলাম, সেনাবাহিনীতে অবসরে আসার পর দেখলাম, সাধারণ মানুষ অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, কিছুদিন পরে হঠাৎ আমাদের ইউনিয়নের চেয়ারম্যান জনাব রওশন আলী মারা গেলেন, তখন আমি এলাকার জনগণের কথা ভেবে আমাকে আবারও রাজনীতিতে আসতে হয়েছে, এবং আমি জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে নির্বাচন করে জনগণের ভালোবাসায় নির্বাচিত হই। আমি নির্বাচিত হয়ে সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এটাই আমার আশা ছিলো।
    আপনার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অনুভূতি কেমন প্রশ্নের জবাবে তিনি বলেন-
    আমি চেয়ারম্যান হয়েছি এটা আমার সবচেয়ে বড় পাওয়া, কেননা চারজন পার্থী থেকে জনগণ আমাকে নির্বাচিত করেছেন তাছাড়া আমাদের পরিবারের মধ্যে আমিই চেয়ারম্যান হয়েছি, আরও ভালো লাগে সাধারণ জনগণের সেবা করতে পারতেছি।

    সেনাবাহিনীতে যুক্ত হয়েছিলাম দেশ-মাতৃকার রক্ষার শপথ নিয়ে এখন বাকি জীবন এলাকার জনসাধারণের সেবা করে যেতে চাই।

    আরও খবর

    Sponsered content