• শোক সংবাদ

    সুনামগঞ্জ আ’লীগের সহসভাপতি এড.শফিকুল আলমের মৃত্যুতে আলতাব স্যার সহ বিভিন্ন নেতৃবৃন্দের শোক প্রকাশ

      প্রতিনিধি ১৮ জুলাই ২০২১ , ৮:৩৭:৩৩ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সুনামগঞ্জ বারের সিনিয়র আইনজীবী, সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. শফিকুল আলম  কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে  ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
    জনাব শফিকুল আলমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও দিরাই উপজেলা আ’লীগের সাবেক সফল সভাপতি আলতাব উদ্দিন মাস্টার, দিরাই উপজেলা জাসদ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন সহ দিরাই উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
    এক শোক বার্তায় দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলতাব উদ্দিন মাস্টার বলেন মরহুম এডভোকেট শফিকুল আলম আমার রাজনৈতিক সহকর্মী ছিলেন, দীর্ঘদিনের সুসম্পর্ক। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করায় আমি ও দিরাই আওয়ামী পরিবার গভীর শোকাহত, উনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
    জাসদ নেতা আমিনুল ইসলাম আমিন বলেন-
    উনি কিছুদিন পূর্বে স্ব-পরিবারে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। ১৭ জুলাই রাতে উনার মৃত্য হয়েছে।
    আল্লাহর কাছে প্রার্থনা উনাকে যেনো জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানিয়ে রাখেন।

    আরও খবর

    Sponsered content