প্রতিনিধি ১৬ জুলাই ২০২১ , ১০:০৯:১৪ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির টাকাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানাপুলিশ।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব জানান, বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১ টায় গোয়াইনঘাট থানার একদল পুলিশ উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাবলেটসহ ইয়াবা ও ইয়াবা বিক্রির ৩ হাজার ২৬০ টাকাসহ ফখরুল ইসলামের ছেলে মো. সেলিমকে (২৮) গ্রেফতার করে।
ওসি পরিমল চন্দ্র দেব আরো জানান, মো. সেলিমের বিরুদ্ধে আরো ৪-৫ টি মাদক মামলা রয়েছে। এই বিষয়েও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরপূর্বক তাকে আজ আদালতে প্রেরণ করা হবে।