প্রতিনিধি ১৫ জুলাই ২০২১ , ১২:০০:৫৬ অনলাইন সংস্করণ
আকতার সাদিক, স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ দিরাইয়ের পৌরশহরস্হ বাসস্ট্যান্ড এলাকায় বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের কারণে ঘরবন্দি হয়ে পড়ে সিএনজি চালিত অটোরিক্সা চালক শ্রমিকদের প্রায় চারশত শ্রমিক সদস্য। ” নুন আনতে পান্তা ফুরায় ” এমন অসহায় শ্রমিক পরিবারের করুন অবস্হা দেখে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে, শ্রমিক নেতা কনর মিয়া ত্রান চেয়ে আবেদন করলে গত বুধবার সন্ধা সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহমুদুর রহমান মামুন, প্রায় সাতানব্বই জন ঘরবন্দি শ্রমিকদের মাঝে ১০ কেজি চাল ১ কেজি আটা ২ কেজি চিনি ১ কেজি তেল ২ কেজি ডাল ১ কেজি চিড়া ১ কেজি মুড়ি ২ প্যাকেট সেমাই ১ টি সাবান বিতরন করেন। ত্রান পেয়ে শ্রমিক সদস্যরা আনন্দে আত্নহারা হয়ে বলেন আমরা ভাবতেই পারিনি ইউএনও স্যার আমাদেরকে এতোটা স্নেহ করবেন আমরা এই প্রথম কোনো ইউএনও’র কাছ থেকে স্নেহ পেয়েছি। আমরা স্যারের প্রতি কৃতজ্ঞ থাকবো। ত্রান বিতরনকালে এসময় আরো উপস্থিত ছিলেন পিআই নজরুল ইসলাম। শ্রমিকদের পক্ষে ত্রান গ্রহন করেন শ্রমিক নেতা মোঃ কনর মিয়া, মোঃ মাসুম মিয়া সহ শ্রমিক সদস্যরা। শ্রমিক নেতা কনর মিয়া বলেন আমি ইউএনও স্যার ও পিআই স্যারের প্রতি চিরো কৃতজ্ঞ। আমাদেরকে এটুকু স্নেহ দিয়ে পাশে থাকার জন্য।