প্রতিনিধি ১৪ জুলাই ২০২১ , ৫:২৩:০১ অনলাইন সংস্করণ
শাল্লা প্রতিনিধিঃ যুবলীগ নেতা অপু বাহিনীর হামলায় আহত হয়ে চিকিৎসাধীন শাল্লা থানার উপ পরিদর্শক শাহ আলীকে দেখতে যান সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম। বুধবার দুপুর সাড়ে ১২ টায় তিনি শাল্লা উপজেলা হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি শাহ আলীর শয্যাপাশে দাঁড়িয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গর আঘাতের চিহ্ন দেখেন। এসময় হাসপাতালের আরএমও রবিউল ইসলাম ও মেডিকেল অফিসার সালমা বেগমের সাথে কথা বলে চিকিৎসার খোঁজ খবর নেন পুলিশ সুপার ।
তাছাড়া তিনি হামলার ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী কয়েকজনের বক্তব্য শুনে শাল্লা থানায় এসে মামলার তদন্তের বিষয় তদারকি করেন। এসময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান ও শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আলম। পরে শাল্লা থেকে ফেরার পথে পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের সাথে আলাপ কালে বলেন, হাওর বেষ্টিত শাল্লা উপজেলা বাসীকে নিরাপত্তা দেয়ার জন্য দূর্গম এলাকায় পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। রাতের আধারে পুলিশ অফিসারে উপর যারা হামলা করেছে তারা দূর্বৃত্ত ও সন্ত্রাসী। হামলার ঘটনায় থানা মামলা হয়েছে। তদন্ত করে ঘটনায় জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হবে না বলে উল্লেখ্য উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ১২ জুলাই দিবাগত রাত সাড়ে ১২ টায় থানা সংলগ্ন শাহীদ আলী মাঠের রাস্তায় সন্ত্রাসী হামলার শিকার হন এস আই শাহ আলী। স্থানীয়রা আহত শাহ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনায় জড়িত অপুসহ তিনজনকে অভিযান চালিয়ে ওই রাতেই শাল্লা থানা পুলিশ আটক করেন। বিষয়ে পুলিশ বাদী হয়ে শাল্লা থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এই তিনটি মামলায় তিন আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুর আলম নিশ্চিত করেন।