প্রতিনিধি ১৪ জুলাই ২০২১ , ১০:৪৩:৪৩ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ উনসত্তুরের গণ-অভ্যুত্থানে সুনামগঞ্জের কিংবদন্তি ছাত্রনেতা ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রয়াত গোলাম রব্বানী ও সাবেক এমপি ও সুনামগঞ্জ কোর্টের বর্তমান পাবলিক প্রসিকিউটর এডভোকেট শামছুন্নাহার রব্বানী শাহানার মেয়ে এডভোকেট কানিজ রেহনুমা ভাষা রব্বানী আজ ভোরে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহিওয়াইন্নাইলাইহিরাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিলো ৩৪ বছর।
ভাষার স্বামী খন্দকার মুদাচ্ছির বিন আলী বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত।
ভাষার বড় ভাই সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ।
হাই কোর্টের উদীয়মান তরুণ আইনজীবী কানিজ রেহনুমা ভাষা সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক, গ্রিন ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন।
বিভিন্ন মহলের শোক প্রকাশঃ ভাষার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন অনেকে আবার স্মৃতিচারণ লিখে শোক প্রকাশ করছেন।
পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ-৩ এর সংসদ সদস্য এম এ মান্নান, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান সহ জেলার ছাত্র-যুব জনতা শোক প্রকাশ করছেন এছাড়াও শোক জানিয়েছেন সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও মানবাধিকার কর্মী এ কে মিলন আহমেদ প্রমুখ।