• করোনা ভাইরাস নিউজ

    কঠোর লকডাউনের মধ্যেও চাঁদপুরের মতলব বাজারে মানছেনা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি

      প্রতিনিধি ১২ জুলাই ২০২১ , ৮:০৯:৪৬ অনলাইন সংস্করণ

    মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ করোনা কালীন এমন কঠিন ও ভয়াবহ অবস্থার মধ্যে সরকার ঘোষনা করেছে কঠোর লকডাউন। আশ্চর্য জনক হলেও এটাই সত্য যে, মতলব বাজারে প্রবেশ করলে কোনভাবেই মনে হয়না সরকারিভাবে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যে কোন প্রকার লোক সমাগম, মাস্ক বিহীন চলাফেরা, অযথা হাটবাজারে ভিড় করা, দোকানপাট খুলে অনিয়মিত ভাবে ব্যাবসা করার মতো কাজগুলোর উপর। মতলব বাজারে বিভিন্ন ব্যাংক, রেস্তোরা, শপিং মল সহ সকল প্রতিষ্ঠানই চলছে স্বাভাবিক নিয়মেই। এমন অবস্থায় দেখা যায়, মতলব বাজারে আইনশৃঙ্খলা বাহিনীর আসার টের পাওয়া মাত্রই দ্রুত দোকানপাটের ঝাপ বন্ধ করে চুপ করে দোকানেই বসে থাকে ক্রেতা বিক্রেতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য চলে গেলে পুনরায় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চালিয়ে যায় নিজ নিজ কর্মকাণ্ড। এদিকে বিভিন্ন ব্যাংক গুলোতে পুরা অনিয়মিত ভাবে, অস্বাস্থ্যকর অবস্থায় ঝড়ো হয়ে নিজ নিজ চাহিদা পূরণ করছে সাধারন মানুষরা। রাস্তায় গাড়ির ভিড়, লোকে লোকারন্য, দোকানে, শপিং মল চলছে উপচে পড়া ভিড়ের মধ্যে কেনা-কাটা। এমন পরিস্থিতিতে মতলব বাজারে সেনা সদস্য, পুলিশ সদস্য গণ তাদের দায়িত্বে টহল, জরিমানা কিংবা সাজা দেয়ার মতো কাজ করেই যাচ্ছে। তারপরেও সাধারণ মানুষরা নিজেদের খাম খেয়ালিতেই চলছে। যা মতলবের জন্য করোনার কঠিন পরিস্থিতির সংকেত বহন করছে বলে সচেতন মহলের ধারনা। বাজার কর্তৃপক্ষের এমন অসচেতন মূলক ভাবে বাজার পরিচালিত হতে দেয়া কারোই কাম্য নয়।

    আরও খবর

    Sponsered content