• করোনা ভাইরাস নিউজ

    সুনামগঞ্জে ৯৬৫টি অসহায় পরিবারের মাঝে ১০কেজি করে চাল বিতরণ

      প্রতিনিধি ১২ জুলাই ২০২১ , ৭:৪৪:৫২ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সুনামগঞ্জ পৌরসভার ৯৬৫টি অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ১০কেজি করে বিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

    সোমবার সকাল সাড়ে ১০টায় পৌর চত্বরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার মেয়র নাদের বখত। এ সময় উপস্থিত ছিলেন,পৌরসভার সচিব ইসহাক উদ্দিন ভূইয়া,পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক লিটন সরকার,পৌর কাউন্সিলর সৈয়দ ইয়াসিন রশিদ,মেয়রের ব্যক্তিগত সহকারী মো. নুরুল আমীন প্রমুখ। অসহায় ও কর্মহীন মানুষজনের মধ্যে এই ত্রান বিতরণ কার্যক্রম ঈদুল আযহার আগেরদিন পর্যন্ত অব্যাহত রাখা হবে বলে জানানো হয়।

    সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ এ দেশের মাটি ও মানুষের কল্যাণে রাজনীতি করে। দেশে যত সময় দূর্যোগ এসেছে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে সকল দূর্যোগ মোকাবেলা করেই তিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বৈশ্বিক এই করোনা মহামারীর প্রভাব আমাদের বাংলাদেশে পড়ায় অনেক মানুষজন কর্মহীন হলে শেখ হাসিনা সবার ঘরে ঘরে খাবার পৌছে দিয়েও অর্থনীতির চাকাকে সচল রেখেছেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে কোন প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়ার জন্য আহবান জানান মেয়র নাদের বখত।

    আরও খবর

    Sponsered content