• করোনা ভাইরাস নিউজ

    করোনায় দেশে আরো ১৮৫ জনের মৃত্যু, শনাক্ত ৮৭৭২ জন

      প্রতিনিধি ১০ জুলাই ২০২১ , ৩:৫৪:৪২ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্কঃ “মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১৮৫ জন। আর এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৮ হাজার ৭৭২ জনের শরীরে।
    এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ১৮৯ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ৯ হাজার ৩১৫ জন।
    করোনাভাইরাস নিয়ে শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
    বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৮৮৪টি। শনাক্তের হার ৩১.৪৬ শতাংশ।
    আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৫ হাজার ৭৫৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৬৮ হাজার ১৩৯ জন।
    এর আগে শুক্রবার করোনায় মৃত্যু হয় সর্বোচ্চ ২১২ জনের। এছাড়া ভাইরাসটি শনাক্ত হয় ১১ হাজার ৩২৪ জনের শরীরে। তার আগে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যাটি ছিল বুধবারের, ২০১ জন।
    গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮৫ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ৭০ জন। এছাড়া খুলনায় ৫১, চট্টগ্রামে ২০, রাজশাহীতে ১৩, বরিশালে ১০, সিলেটে ৭, রংপুরে ১১ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।
    মারা যাওয়াদের মধ্যে ১২১ জন পুরুষ এবং ৬৪ জন নারী। এদের মধ্যে ১২ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন।
    গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।”

    0Shares

    আরও খবর

    Sponsered content