প্রতিনিধি ৫ জুলাই ২০২১ , ৩:৩৬:২৭ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ মরনব্যাধী করোনা ভাইরাস এর সংক্রমণ বিস্তার রোধকল্পে কঠোর লকডাউন বাস্তবায়নে স্বাস্থ্য বিধি না মানায় ও মূখে মাস্ক ব্যবহার না করায় পথচারী ও ব্যবসায়ীকে পৃথক ভাবে অর্থ দন্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ। এবং জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছেন।
মরনব্যাধী করোনা ভাইরাস এর বিস্তার রোধকল্পে সরকারি নির্দেশনা মোতাবেক সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধি নিষেধ আরোপ এবং স্বাস্থ্য বিধি মেনে চলা ও জন সচেতনতার লক্ষে লকডাউন এর পঞ্চম দিন আজ ৫ ই জুলাই রোজ সোমবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ এর পৃথক নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে উপজেলা সদর বাজার সহ বিভিন্ন হাট-বাজারে জনসচেতনতা মূলক প্রচারণা করেছেন। এসময় মূখে মাস্ক ব্যবহার না করার অপরাধে ও দোকান খুলে ব্যবসা করার কারণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পথচারী ও বিভিন্ন ব্যবসায়ীকে মোট ৮ হাজার ৪ শত ৫০ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রট অনুপম দাশ অনুপ এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রচারণা করেছেন । এছাড়াও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছেন এবং এদিকে প্রশাসনের লোকজন এর উপস্থিতি টের পেয়ে জরুরি সেবামূলক প্রতিষ্ঠান ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতীত অন্যসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা চলে যায়। কিন্তু ভ্রাম্যমান আদালতের টিম চলে যাওয়ার পর অনেক ব্যবসায়ী আবার ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। কঠোর লকডাউনে জগন্নাথপুর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও উপজেলার আভ্যন্তরীন রোড গুলোতে অন্যসব যানবাহন চলাচল করতে দেখা গেছে।