প্রতিনিধি ২৯ জুন ২০২১ , ১০:৩৮:৪৬ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৩২৮ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
সোমবার (২৮ জুন) রাত সাড়ে ১০টায় র্যাব-৯’র গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো, আব্দুল করিম (৫৫), সুহেল আহমদ (২৫), অরুন সরকার (৩৯), ইছহাক আলী (৬০), মো. কামাল মিয়া (৩১)। এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা করেছে।
র্যাব সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় সিলেট জেলার জকিগঞ্জ থানার জামডহর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল ওই গ্রামের ইছহাক আলীকে ১ হাজার ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
রোববার রাতে সিলেটের জৈন্তাপুর থানার লক্ষীপ্রসাদ গ্রামে অভিযান চালিয়ে র্যাবের একটি দল ৩১৮ পিস ইয়াবাসহ উপজেলার সাতারখাই গ্রামের আব্দুল করিম ও সুহেল আহমদ, হেমুভাটপাড়া গ্রামের অরুন সরকারকে গ্রেফতার করে।
অন্যদিকে রোববার রাতে হবিগঞ্জের মাধবপুর থানার ১১নম্বর বাঘাসুরা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাখরনগর গ্রামের বাখরনগর এলাকায় অভিযান চালিয়ে ৯৪০ পিস ইয়াবাসহ মো. কামাল মিয়াকে গ্রেফতার করে র্যাব।