প্রতিনিধি ২৬ জুন ২০২১ , ১০:৫১:২০ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ করোনা ভাইরাসের উর্ধগতির মাঝে আইন লংঘন করে বিয়ের আয়োজন করায় নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্ট ও হোটেল কর্তৃপক্ষকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সিলেটে দিন দিন করোনার সংক্রমণ ভয়াবহ আকারে বাড়ছে। শুক্রবার সিলেটে ৩ জন মৃত্যু বরণ করেছেন। এছাড়া, গতকাল দেশে করোনায় ১০৮ জনের মৃত্যু হয়েছে। যা দেশে সর্বোচ্চ মৃত্যু।
সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিধি-নিষেধ অমান্য করে বিয়ে পার্টির আয়োজন করায় নগরীর মিরবক্সটুলার রেইনবো চাইনিজ রেস্টুরেন্টে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৫০ হাজার টাকা রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এবং ১০ হাজার টাকা কনে ও বরপক্ষকে জরিমানা করা হয়েছে। এছাড়া, নগরীর তালতালার হিলটাউন হোটেল কর্তৃপক্ষকে একই অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানান। জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।