• অনিয়ম / দুর্নীতি

    ফিশিং লিংক ব্যবহার করে ফেসবুক হ্যাক করতেন দোয়ারাবাজারের ছেলে মামুন! হ্যাকারদের নতুন ফাঁদ মেসেজে ফিশিং লিঙ্ক

      প্রতিনিধি ২৪ জুন ২০২১ , ২:২৪:৩০ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ফিশিং লিংক ব্যবহার করে ফেসবুক হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সুনামগঞ্জের প্রত্যন্ত হাওরের থাকা গ্রামের যুবক মামুনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

    গ্রেফতারকৃত মোঃ মামুন মিয়া জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের মান্নারগাঁও গ্রামের এসকান্দর মিয়ার ছেলে। গ্রেফতারকালে তার হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি মোবাইল উদ্ধার করে সাইবার পুলিশ।
    প্রসঙ্গত মঙ্গলবার রাত (২২ জুন) ০১:০৫ টায় সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার হাওর ঘেষা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
    বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয় পরবর্তী সময়ে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার পিপিএম (বার) এ প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মামুন তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পর্কে পারদর্শী। সে নিজেই ফিশিং লিংক তৈরি করে বিভিন্ন ব্যক্তির ফেসবুক মেসেঞ্জারে প্রেরণ করে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশী নারীদের সে টার্গেট করে।
    ফেসবুক আইডি হ্যাক সম্পর্কে তিনি বলেন, উক্ত ফিশিং লিংকে ভিকটিমরা ক্লিক করলে ফেসবুক ইন্টারফেস আসে। তখন ভিকটিমরা উক্ত লিংকে প্রবেশ করার জন্য তাদের ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিলে মামুনের কাছে উক্ত ফেসবুক একাউন্টের আইডি ও পাসওয়ার্ড চলে যায়। পরবর্তী সময় সে উক্ত আইডি পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে প্রবেশ করে, ভিকটিমের ফেসবুক আইডি পাসওয়ার্ড পরিবর্তন করে। এরপর সে নিজেই উক্ত ফেসবুক আইডি থেকে তার নিকট আত্মীয়ের নিকট হতে বিভিন্ন অজুহাতে টাকা নেয়। এছাড়া ভিকটিমের নিকট হতে মোটা অংকের টাকা দাবি করে। গ্রেফতারকৃত মামুন টাকার বিনিময়ে ভিকটিমদের ফেসবুক একাউন্ট ফেরত দিতো অন্যথায় ফেসবুক একাউন্ট তার দখলে রাখতো।
    তিনি বলেন আরো বলেন, উক্ত ফেসবুক হ্যাকার বিভিন্ন ভিকটিমের নিকট থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। এর আগেও মামুন ফেসবুক হ্যাক করার দায়ে একবার হ্রেফতার হয়েছিলেন।
    গ্রেফতারকৃত মামুনকে মঙ্গলবার রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।,
    হ্যাকারদের নতুন ফাঁদ মেসেজে ফিশিং লিঙ্ক : সাইবার বিশেষঞ্জদের সাথে কথা বলে জানা গেছে,হঠাৎ স্মার্টফোনের স্ক্রিনে একটি বার্তা এলো হয় হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি মেসেজে- কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ম্যাসেঞ্জারে আপনার ডেলিভারি রেডি,প্যাকেজটির অবস্থান জানতে নিচের লিঙ্কটি অনুসরণ করুন। এরপর একটি হইপারলিংক দেওয়া ।
    আবার কখনো কখনো অ্যামাজন প্রাইইম বা নেটফ্লিক্সে ফ্রিতে সাবস্ক্রিপশনের অফারের লিঙ্ক। এসব লিঙ্কে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ তো বটেই, গোটা ফোন বা ফেসবুক আইডির নিয়ন্ত্রণ চলে যাবে অন্যের হাতে।
    হ্যাকার হোয়াটসঅ্যাপকে গোলাপি রঙে রূপান্তর করার নামে ভাইরাসযুক্ত একটি লিঙ্ক বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রপেও ছড়িয়ে দিচ্ছে। এতে ক্লিক করলে ব্যবহারকারীদের ফোন হ্যাক হতে পারে। এমনকি নিজের হোয়াটসঅ্যাপ আইডিতে প্রবেশের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে নানা জটিলতা।
    গত কয়েকমাস ধরে ভয়াবহ রকম বেড়েছে এ ধরনের মেসেজ এবং এগুলো আদতে কোনো প্যাকেজ সরবরাহ তথ্য আপনাকে দেবে না। হ্যাঁ, প্যাকেজ ট্র্যাক করার একটি অ্যাপ আপনাকে ইনস্টল করতে বলবে ঠিকই। ওই অ্যাপ আসলে একটি স্পাইওয়্যার। এখন পর্যন্ত এটি আক্রমণ করছে অ্যান্ড্রয়েড ফোনকেই।,। -২৪.০৬.২১

    আরও খবর

    Sponsered content