প্রতিনিধি ১৫ জুন ২০২১ , ১০:৫৫:০২ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুলঃ দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কাউয়াজুড়ি গ্রামের ব্যাস্ততম রাস্তায় দিন-দুপুরে ডাকাতি হয়েছে।
ডাকাতরা দক্ষিন সুনামগঞ্জ উপজেলার কামাল মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নিয়েছে ডাকাত দল এবং তাকে বেধরক মারপিঠ করে মারাত্মকভাবে আহত করেছে, জানা যায় আন্ত:জেলা ডাকাত দলের সর্দার কাউয়াজুড়ি গ্রামের মৃত আঞ্জব উল্ল্যার ছেলে মতিন,তার সহযোগী আয়না মিয়ার ছেলে মাছুম,এখলাছ মিয়ার ছেলে বজলু,মাহভুব,কবির,শহিদ,
চায়েক,শুয়েব,রাজু,ও চনা মিয়া সহ আরো কয়েকজন মিলে করে ডাকাতি।
কয়েক বছর আগে নেত্রকোনা জেলার কালিয়াজুড়ি উপজেলার সোনালী ব্যাংক ডাকাতি মামলায় গ্রেফতার হয় ডাকাত সর্দার মতিন,বর্তমানে সে জামিনে আছে,
জামিন পেয়েই আরো বেপোরোয়া হয়ে উঠে মতিন বাহিনী ,এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে,
আজ আনুমানিক বিকাল দুই ঘটিকার সময় কামাল পাশবর্তী গ্রাম জগদল থেকে তার আত্মীয় এর বাড়ী থেকে ধান কেনার জন্য দুই লাখ টাকা মটর সাইকেলে আসার সময় মাগুর চন্ডি নামক জায়গায় ডাকাত মতিন বাহিনীর আক্রমনের শিকার হন কামাল মিয়া। অস্ত্রের মুখে প্রথমে জিম্মি করে প্রথমে ছিনিয়ে নেয় কামালের কাছে থাকা দুই লাখ টাকা,পরে কামাল কে এলোপাথাড়ি লোহার রড দিয়ে বেদম প্রহার করতে থাকে, খবর পেয়ে পুলিশ ও জগদল ইউনিয়নের চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ কামাল মিয়াকে উদ্ধার করে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সুনামগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে দিরাই থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি ডাকাতি নয়, দস্যুতার ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং পুলিশ অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।