• দুর্ঘটনা

    জগন্নাথপুর -তেলিকোনা সড়কে লেগুনা দুর্ঘটনায় ৫ জন আহত

      প্রতিনিধি ৭ জুন ২০২১ , ৯:৪৬:০৬ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর – তেলিকোনা সড়কের কালভার্ট ব্রীজে লেগুনা দুর্ঘটনায় রেবিনা(৩১) ও মেহেদী (১০) সহ ৫ জন আহত হয়েছেন।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ৭ ই জুন রোজ সোমবার সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর – তেলিকোনা সড়কের চন্ডিঢহড় পয়েন্ট থেকে ছেড়ে যাওয়া জগন্নাথপুরগামী যাত্রীবাহী লেগুনা (সিলেট -ছ-১১-১০২৯) দুপুর ১২ ঘটিকার সময় এই সড়ক এর পার্শ্ববর্তী আটপাড়া উচ্চ বিদ্যালয়ের পশ্চিম প্রান্তে অবস্থিত কালভার্ট ব্রীজে ওটার সময় দুর্ঘটনা কবলিত হয়ে পড়ে। এতে জগন্নাথপুর উপজেলার বড় মোহাম্মদপুর গ্রাম নিবাসী মোঃ সেবুল মিয়া(৩৯) এর স্ত্রী রেবিনা বেগম(৩১) ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাইকাপন গ্রাম নিবাসী মোঃ আফিজ উদ্দীন এর ১০ বছর বয়সী শিশু পুত্র মেহেদী হাসান গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় মিজান ফার্মেসীতে চিকিৎসা দেওয়া হয়েছে। মেহেদী হাসান (১০) এর মাথার আঘাতে দুইটি সেলাই দেওয়া হয়েছে। রেবিনা বেগম এর মাথায় আঘাত আছে। উভয় এর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অন্যান্য আহতরা সাময়িক চিকিৎসা নিয়েছেন। লেগুনা গাড়ী চালক মোঃ বীজু মিয়া আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করেছেন।
    এ ব্যাপারে ডাঃ মিজান বলেন, আহতদের চিকিৎসা দিয়েছি। শিশুটির মাতার আঘাতে দুইটি সেলাই দেওয়া হয়েছে। মহিলার মাতায় আঘাত আছে। উভয় এর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাদের মাতায় এক্সরে করানোর জন্য পরামর্শ দিয়েছি।

    0Shares

    আরও খবর

    Sponsered content