প্রতিনিধি ৩০ মে ২০২১ , ৭:২১:১০ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল,স্টাফ রিপোর্টারঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বর্তমান সরকার দেশের যুগান্তকারী উন্নয়ন করছে। আমাদের প্রধানমন্ত্রী মনে করেন উন্নয়ন হবে মানুষের জন্য। যে উন্নয়নে মানুষের উপকার হয় না, বরঞ্চ ক্ষতি হয়, সেই উন্নয়ন না করাই ভালো।
শনিবার সকাল সাড়ে ১০ টায় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খেলায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়নের ৮ টি দল অশগ্রহণ করছে। আজ একই মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান’র সভাপতিত্বে, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ’র সঞ্চালনায় টুর্ণামেন্টের উদ্বোধনের আগে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী বলেন, খেলাধুলা অনেক ভালো, খেলা মানুষের মন পরিষ্কার করে, দেহ সুস্থ্য রাখে। যুব সমাজের উচিৎ বেশি বেশি করে খেলাধুলা করা। তিনি বলেন, সুনামগঞ্জের মানুষের কপাল অনেক ভালো, ২-৩ বছর ধরে অনেক বড় বড় দুর্যোগ, হচ্ছে, অনেক অঞ্চলে মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্থ হচ্ছে, কিন্তু সুনামগঞ্জের মানুষকে মহান আল্লাহ্ এমন দুর্যোগ থেকে বার বার রক্ষা করছেন। একইসঙ্গে সরকার সুনামগঞ্জের মানুষের জন্য অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছেন, মেডিকেল কলেজে ও হাসপাতাল, টেক্সটাইল ইনস্টিটিউটের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, রেল লাইনের কাজ চলমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ও সুনামগঞ্জে স্থাপন হবেই, কেউ আটকাতে পারবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোন বিকল্প নাই।
আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে মাদকাসক্তদের পুলিশের হাতে তুলে দেবার আহ্বানও জানান তিনি।
এ সময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সমবায় অফিসার মাসুদ আহমদ, উপজেলা কৃষি অফিসার সজিব আল মারুফ, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব জাহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন, ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, আমিনুর রশিদ আমিন, মনির উদ্দিন, মিজানুর রহমান জিতু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী তহুর আলী, এসআই জহিরুল ইসলাম তালুকদার, এসআই দেবাষীশ সূত্রধর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার প্রমুখ।
Notifications