• সভা/সেমিনার

    সুনামগঞ্জে ছাত্র জমিয়তের বর্ণাঢ্য বিজয় র‍্যালী, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

      প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০১৯ , ১২:০৪:৩৪ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ–  আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বিজয় র‍্যালী।

    জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ত্বাহা হোসাইন ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরীর নেতৃত্বে র‍্যালীটি সুনামগঞ্জের মাদানিয়া মাদ্রাসার সম্মুখ থেকে শুরু হয়ে মেইন সড়ক দিয়ে ট্রাফিক পয়েন্ট হয়ে ষোলঘর কাজির পয়েন্ট, বিহারী পয়েন্ট ও বকপয়েন্ট হয়ে সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবে এসে বিজয় দিবসের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে মিলিত হয়।

    জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ত্বাহা হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা শায়খ আব্দুল বছীর,সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ও ক্রেস্ট গ্রহণ করেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সফল সভাপতি, কুয়েত প্রবাসী মাওলানা মুখতার হোসেন চৌধুরী, মাস্কাট জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আশিকুল ইসলাম, সৌদি জমিয়ত নেতা মাওলানা শামছুদ্দীন।
    জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন
    জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আফসার উদ্দিন, মাওলানা আব্দুল ওয়াহহাব, মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দিন, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হাই, সাধারণ সম্পাদক হাফিজ সাইদুর রহমান, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমযান হোসাইন, দিরাই উপজেলা জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক, বিশ্বম্ভরপুর উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আমির হোসাইন, সদর উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আহমদ শফি, নব নির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক ত্বোহা, যুবনেতা হাফিজ শাহিনুর রহমান, মুফতি সিরাজ আহমদ,ছাত্রনেতা হাফিজ জাহাঙ্গীর খান, জাকারিয়া মাহবুব, ওমর ফারুক শিবলী, ইফতেখার আলম জাবের,হাসান আহমদ চৌধুরী, আব্দুল্লাহ রাজী,আসাদ আহমদ তালুকদার, আইয়ূব খান, হাফিজ হেলাল আহমদ, হাফিজ জিয়াউল করিম, হাফিজ সুহাইল আহমদ ইয়াহইয়া, শাহিনুর রহমান, হাফিজ ইউসুফ আহমদ, তাফাজ্জুল ইসলাম এছাড়াও সুনামগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের দায়িত্বশীল ও নেতৃবৃন্দ।

    আরও খবর

    Sponsered content