প্রতিনিধি ৩০ মে ২০২১ , ৫:৩৫:০৮ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, স্টাফ রিপোর্টারঃ রাজধানীর অদূরে সাভার আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। মামলার বাদী পেশায় পোশাক শ্রমিক।
আশুলিয়া থানায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই তরুণী বাবার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর আগে শুক্রবার ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই পলাতক তার বাবা।
অভিযোগ আনা তরুণী বলেন, ‘২২ মে দুপুরে কাজ থেকে ফেরার পর গোসল করতে যাচ্ছিলাম। আমার মা ওই সময় বাড়িতে ছিলেন না। সেই সুযোগে বাবা আমাকে ধর্ষণ করে।
‘আগেও অনেক বার আমাকে ধর্ষণ করেছে। ৮-৯ বছর থেকে এটা শুরু হয়। পরিবারের লোকজনকে জানিয়ে নিস্তার মেলেনি। মা প্রতিবাদ করায় তাকে মারধর করতেন।’
মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, ‘শনিবার রাতে বাবার বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ করেছে মেয়ে। পরে অভিযোগটি রাতেই মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
আজ সকালে ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। আর অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।