• সংগঠন সংবাদ

    বাংলাদেশ জাতীয়তাবাদী সৈনিক দল দিরাই উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি গঠন

      প্রতিনিধি ২৯ মে ২০২১ , ১:৪১:১৩ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সৈনিক দল সুনামগঞ্জ জেলার আওতাধীন দিরাই উপজেলা ও দিরাই পৌর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন সুনামগঞ্জ জেলা সৈনিক দলের সভাপতি সাইফুল ইসলাম রাহি ও সাধারণ সম্পাদক সুলেমান আফেন্দি জাফরান।

    দিরাই উপজেলা সৈনিক দলের আহ্বায়ক- আতাহার আলী সায়েম, যুগ্ম-আহ্বায়ক হিফজুর চৌধুরী, এনাম চৌধুরী, রাছিন মিয়া চৌধুরী, হাসান চৌধুরী, রবিউল হাসান ,হাবিব রহমান , ইমন মিয়া , আব্দুর রাজ্জাক জয় , আবু হুরায়রা চৌধুরী । সদস্য সচিব- শরিফুল ইসলাম চৌধুরী , সদস্য- রাহুল চৌধুরী, মোস্তাকিন মিয়া , তাহিনুর মিয়া, জাবির আহমেদ, ফাহিম চৌধুরী, জীবন মিয়া, ফাহাদ চৌধুরী, আশরাফ উদ্দিন, মঞ্জুর আলম, রুমান আহমেদ।

    দিরাই পৌর শাখার আহ্বায়ক- দিদার রহমান, যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান, মনোনয়ন হোসেন, ইমন মিয়া, সাফিন মিয়া , নয়ন মিয়া, নাহিদ , জাকির হোসেন, সাদিকুর রহমান, জাকারিয়া।
    সদস্য সচিব- মুসা সর্দার, সদস্য- সৌরভ, রানা, ফখরুল, সুব্রত, মনোয়ার, তামিম, মুস্তাক , আমিরুল, আসমাউল চৌধুরী, জুনাইদ ।

    আরও খবর

    Sponsered content