প্রতিনিধি ২৮ মে ২০২১ , ২:৪৩:৩৯ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, স্টাফ রিপোর্টার।সিলেটে অসামাজিকতা বন্ধে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান অব্যাহত রেখেছেন পুলিশ। শুক্রবার ২৮ মে সকালে মহানগরের বদরুল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিকতার দায়ে ৩ জন পুরুষ ও ৮ নারীকে আটক করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা সূত্র জানায়, শুক্রবার ২৮ মে সকাল সাড়ে ৯ টার দিকে এসএমপি’র কোতোয়ালি থানাধীন বন্দাবাজার ফাঁড়ির একদল পুলিশ নগরীর সুরমা মার্কেটের বদরুল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকা অবস্থায় ৩ জন পুরুষ ও ৮ নারীকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।