• সারাদেশ

    কলসিন্দুর হইতে রণসিংহপুর বাজার পর্যন্ত রাস্তার বেহাল দশা

      প্রতিনিধি ২৭ মে ২০২১ , ১:২১:৫২ অনলাইন সংস্করণ

    আব্দুল মতিন মাসুদ, স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়ন কলসিন্দুর বাজার থেকে রংসিংহপুর বাজার পর্যন্ত প্রায় ৩কিঃমিঃ সড়কের মধ্যে বড় বড় গর্তে পরিণত হয়েছে।যানবাহন চলাচলের অনুু-উপযোগী হয়ে পড়েছে।

    রাস্তার বিভিন্ন জায়গায় মরণ ফাদে পরিনত হয়েছে।রাস্তার অবস্থা দেখে মনে হয়। কেউ যেন পুকুর খনন করে রেখেছে। সড়কটি দ্রুত সংস্কারের জন্য এলাকাবাসী ও পথচারীরা দাবী করে আসছে। কর্ণপাত করছে না উপজেলা প্রশাসন ফলে ঐ রাস্তাটিতে অটো,মটর সাইকেল,সি এনজি,রড বোঝাই ট্রাক,এসে গর্তের মধ্যে ২-থেকে ৩দিন আটকে থাকে।

    সামান্য বৃষ্টিতে পানি থৈ থৈ করছে।সব সময় হাটুপানি জমে থাকছে।গাড়িতো দূরের কথা পথচারীরাও যাতায়াত করতে পারছেনা সড়কের কোন পাশ দিয়ে যাবে।সবদিগ মিলিয়েঐ সড়কে চলাচলের ক্ষেত্রে আতংকে রয়েছে রোডে চলাফেরা করা পথচারীরা।

    এটি একটি গুরুত্ব পূর্ণ সড়ক প্রতিদিন প্রায় কলসিন্দুর থেকে দূর্গাপুর বিরিশিরি শীবগঞ্জ থেকে হাজার হাজার মানুষ চলাচল করে।

    এ বিষয়ে গামারীতলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন,প্রায় সময় ইটের সুরকী গর্তে দিয়েছি। দেয়া মাত্রই রাস্তার পেটে চলে যায়। এখন রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

    সহকারী ইঞ্জিনিয়ার মোঃ রফিক জানান,কলসিন্দুর থেকে মৌলভী বাজার পর্যন্ত টেন্ডারের জন্য পাঠানো হয়েছে যা প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও খবর

    Sponsered content