প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০১৯ , ৯:২৫:৩৩ অনলাইন সংস্করণ
#বিজ্ঞাপন
দিরাই প্রতিনিধি ।। সুনামগঞ্জ জেলার দিরাই’য়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
দিনের প্রথম প্রহরেই পুষ্পমাল্য প্রদান শেষে বিএডিসি মাঠে সকাল ৮.৩০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় প্যারেড ও সর্বশ্রেষ্ঠ বীর বাঙালিদের প্রতি শ্রদ্ধা ও সালাম, শরীরচর্চা প্রদর্শনী ।
শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানিয়ে কার্যক্রম শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সফি উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, এ্যাডভোকেট রিপা সিনহা, মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, দিরাই সরকারী কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার রায়, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, যুুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, মৎস্য অধিদপ্তর কর্মকর্তা শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন,সহ সাাধারণ সম্পাদক আবু হানিফ, অর্থ সম্পাদক প্রশান্ত সাগর দাস, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইয়াহিয়া চৌধুরী,সহসভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোশাহিদ সর্দার, সাংগঠনিক সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, দৈনিক সত্য প্রবাহ ডটকমের সম্পাদক রুকনুজ্জামান জহুরী,উচ্চমান সহকারী ফিরোজ মিয়া, সিএ স্বপন কান্তি দাশ, শাহজাহান সিরাজ, রাহাত মিয়া ও মুক্তিযোদ্ধা কমান্ড সন্তান–সন্ততি।
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানপূর্বক ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ।
পুষ্পমাল্য প্রদানের পর শহীদদের আত্মার মাগফিরাত ও আহত মুক্তিযোদ্ধাদের শারিরীক সুস্হতায় দোয়া করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা ইদ্রিস আলী।