• আহত / নিহত

    ছাতকে হত্যার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার

      প্রতিনিধি ২৩ মে ২০২১ , ৮:১৫:০২ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের ছাতকে এক যুবককে হত্যা করে লাশ গুমের ঘটনায় জড়িত সন্দেহে স্বামী-স্ত্রী দু’জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। আটক খসরু মিয়া উরফে তাজুল (৫৫) শহরের লেবারপাড়া দক্ষিণ বাগবাড়ী এলাকার মৃত রশিদ আলীর পুত্র। তার স্ত্রী সুফিয়া বেগম (৪৫) কে ও আটক করেছে পুলিশ। ছাতক থানা পুলিশ শনিবার বিকেলে অভিযান চালিয়ে লেবারপাড়া এলাকার বাড়ি থেকে তাদের আটক করে। আটক খসরু মিয়া উরফে তাজুলের মূল বাড়ী দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মার্চ অনুমান ২৫ বছর বয়সী এক যুবকের বিকৃত লাশ উদ্ধার করা হয়। পুলিশ পৌরসভার ৫নং ওয়ার্ডের লেবারপাড়া দক্ষিণ বাগবাড়ী এলাকার একটি পুকুর পাড় সংলগ্ন জমি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত এ লাশের পরিচয় এখনো খুজে পাওয়া যায়নি। এ ঘটনায় এস আই মাসুদ রানা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের সূত্র ধরেই শনিবার স্বামী-স্ত্রী দু’জনকে আটক করে পুলিশ। রবিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হাবিবুর রহমান (পিপিএম) জানান, আটক খসরু মিয়া উরফে তাজুল আদালতে হত্যার দায় স্বীকার করেছে। আসামীদের আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। জিজ্ঞাসাবাদে অজ্ঞাতনামা যুবকের পরিচয় নিশ্চিত হবে।

    আরও খবর

    Sponsered content