প্রতিনিধি ২৩ মে ২০২১ , ৮:০৪:৩২ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, স্টাফ রিপোর্টার: সিলেটের গোলাপগঞ্জে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। শনিবারে ২২ মে দুপুর ২টার দিকে উপজেলার বাঘা ইউপির গণ্ডামারা চরোরাগোল্লা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জন কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল – এসএমপির শাহপরান থানার পীরের চক গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আক্তার হোসেন (২৩), গোলাপগঞ্জের বাঘা ইউপির তুরুকভাগ গ্রামের লিলু মিয়ার ছেলে আব্দুল হাকিম (২০), বাঘা দক্ষিণ কান্দিগাঁও গ্রামের মঈন উদ্দিনের ছেলে রাজন আহমদ (২২) ও বাঘা খালপাড় গ্রামের সাহাব উদ্দিনের ছেলে শিপন আহমদ (১৯)।
জানা গেছে, কয়েক মাস আগ থেকে আব্দুল হাকিমের সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক চলছিল। শনিবার আব্দুল হাকিম মেয়েটি কে দেখা করার জন্য উপজেলার বাঘা মুরাদপুর বাজারে আসতে বলে। পরে ঘুরতে যাওয়ার কথা বলে কৌশলে একটি সিএনজি অটোরিকশা যোগে মেয়েটিকে নিয়ে ঘটনাস্থল টিলার পাশে নির্জন স্থানে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে ও অভিযুক্তদের আটক করে পুলিশে খবর দেয়।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাদরে কে থানায় নিয়ে আসে। পরে তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা (নং-২৩) দায়ের করা হয়। বর্তমানে মেয়েটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, অভিযুক্তদের আদালত মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।