• অপহরণ

    মোবাইলে এমবির টাকা না পেয়ে মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা

      প্রতিনিধি ২২ মে ২০২১ , ৪:০৩:১৭ অনলাইন সংস্করণ

    আব্দুল্লাহ দেওয়ান, চাঁদপুর প্রতিনিধি। চাঁদপুরের মতলবে বর্তমানে কিশোরদের কাছে অত্যধিক জনপ্রিয় মোবাইল গেমস ফ্রি ফায়ার গেমস খেলার এমবির টাকা না পেয়ে মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে মামুন (১৪) নামে এক কিশোর। ২১ মে দুপুরে মতলব দক্ষিণ উপজেলার উপাদী গ্রামে এ ঘটনা ঘটে।

    ২১ মে মামুন তার মায়ের কাছে মোবাইলের এমবির জন্যে টাকা চাইলে তার মা কমলা বেগম পরে নিতে বলে। এরই সূত্র ধরে রাগে-ক্ষোভে ঘরের আঁড়ার সাথে বিদ্যুতের তার দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মামুন। তার মা বর্তমানে ঢাকা একটি গার্মেন্টেস্-এ চাকরি করে কোন রকমে ২ মেয়ে ১ ছেলে নিয়ে সংসার চালিয়ে আসছে এটি তার নানার বাড়ি। ঈদে তারা বাড়িতে আসেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মতলব দক্ষিণ থানা পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

    0Shares

    আরও খবর

    Sponsered content