প্রতিনিধি ২১ মে ২০২১ , ৩:২৬:১৭ অনলাইন সংস্করণ
আকতার সাদিক, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামে এক ব্যক্তির বসতবাড়ি দখলের অভিযোগ ওঠেছে। সুত্রে জানা যায়, টাইলা গ্রামের দরিদ্র মহিলা রেনুকা বেগম (স্বামী মোঃ আনোয়ার হোসেন) তাদের নিজ মালিকানাধীন বাড়ির ভিটেতে ঘর তৈরি করতে জন্য কাজ শুরু করেন এতে অন্যায় ভাবে এই জায়গা নিজের দাবী করে জোর পুর্বক দখল করে এই জায়গাতেই খুটি স্থাপন করেন একই গ্রামের প্রভাবশালী গ্রাম্য মাতবর আবারক আলী। তখন আনোয়ার ও তাঁর স্ত্রী রেনুকা বেগম অবৈধ দখলে বাধা দিতে চাইলে তাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায় আবারক ও তার পরিবারের লোকজন। অনেক বিচার পঞ্চায়েত করেও কোনো ভাবেই আনোয়ার হোসেনের স্ত্রী রেনুকা বসতবাড়িতে ঘর ওঠাতে সুযোগ পাননি। নির্মাণাধীন ঘরটি ঝুলন্ত অবস্থায় রেখেই নিরোপায় হয়ে তিনি কোর্টে মামলা দায়ের করেন। মামলা নং (০৩/২০২১)।
মামলার প্রেক্ষিতে কোর্ট বর্তমানে উভয় পক্ষের জন্য আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং স্থিতিশীলতা বজায় রাখতে একটি নোটিশ পাঠান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সুনামগঞ্জ কিন্তুু গ্রাম মাতবর আবারক আলী কোর্টের নোটিশ অমান্য করে আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রী রেনুকা বেগমকে উল্টো হুমকি দামকি দিয়ে নিজ বসতবাড়িতে ঘর তুলতে বাধা দিয়ে আসছেন। কখনো রেনুকা বেগম তার স্বামিকে নিয়ে বাড়িতে উঠতে চাইলে ধারালো ছুরি দা লাঠি দিয়ে ধাওয়া করারও কথা জানান এই ভুক্তভোগী রেনুকা বেগম। বর্তমানে আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রী রেনুকা- গ্রাম মাতবর আবারক আলীর ভয়ে গ্রাম ছেড়ে একি উপজেলার জামলাবাজ নামক গ্রামে পরের জায়গাতে থাকছেন। রেনুকা পরিবারের একটাই দাবী তারা তাদের নিজ ভিটে বাড়ি ফিরে পেতে চান। অন্যদিকে আবারক আলীর সাথে এ ব্যাপারে যোগাযোগ করে এবিষয়ে বলেন বক্তব্য জানতে চাইলে তিনি এসব এড়িয়ে যান এবং কোনো সহযোগিতা করেননি।