প্রতিনিধি ২১ মে ২০২১ , ২:৩২:৪৬ অনলাইন সংস্করণ
শফিকুল ইসলাম স্বাধীন, বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নদীর পানি প্রচন্ড বৃদ্ধি পাচ্ছে এ অবস্থায় সুনাগঞ্জের বৃহৎ বোর ফসলী ধানের হাওর ‘শনির হাওরের’ স্লুইসগেইট বন্ধ। কৃষকরা শঙ্খা প্রকাশ করছেন দুর্ভিক্ষ হাওরের স্থায়ী বাঁধ যে কোন দিক ভেঙ্গে দিতে পারে এমন সন্দেহে হাওরপাড়ের কৃষকরা শনির হাওরের স্লুইসগেটটি খুলে দিয়ে শনির হাওরের ভিতরে পানি প্রবেশ করানোর জন্য একটি লিখিত আবেদন করেন। শনির হাওরপাড়ের কৃষকদের লিখিত আবেদনটি পেয়ে শুক্রবার সকালে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার স্লুইসগেটটি পরিদর্শন করেন দ্রুত সময়ের মধ্যে গেটটি খুলে দেবেন বলে তিনি কৃষকদের আশ্বাস প্রদান করেন।এ নময় তাহার সাথে ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান। শনির হাওরপাড়ের মারালা গ্রামের কৃষক শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য মিয়া হোসেন জানান,তাহিরপুর উপজেলার ছোট বড় ২৩টি হাওরের ধান কাটা বিগত ১৫ দিন পূর্বেই শেষ হয়েছে।এ অবস্থা সবগুলো হাওরের স্লুইসগেট দিয়ে নদী থেকে হাওরে পানি প্রবেশ করছে। এ অবস্থায় শনির হাওরের স্লুইসগেটটি বন্ধ থাকায় তিনি আশঙ্খা প্রকাশ করছেন দুর্বৃত্তরা হাওরের যে কোন গুরুত্বপূর্ণ স্থান দিয়ে বাঁধ ভেঙ্গে দিতে পারে। বর্তমানে হাওর থেকে নদীর পানি ২০ফুট উপরে রয়েছে। হাওরের ধান বিগত ১৫ দিন পূর্বেই কাটা হয়ে গেছে।