• প্রবাস বাংলা

    জাগপা গ্রীস শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০১৯ , ৯:৪৪:৫০ অনলাইন সংস্করণ

    বিজ্ঞপ্তিঃ– ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাগপা গ্রীস শাখার উদ্যোগে গ্রীসের রাজধানী এথেন্সে উমানিয়ায় মক্কা রেস্টুরেন্টে ১৫,১২,২০১৯ রাত ১০ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাগপা গ্রীস শাখা সভাপতি শেখ গোলাপ মিয়া, জাগপা গ্রীস শাখা উপদেষ্টা মোঃ আকুল মিয়া সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ মিয়া পরিচালনা বক্তব্য রাখেন জাগপা গ্রীস শাখা সিনিয়র সহ সভাপতি মোঃ শানুর মিয়া, সহ সভাপতি মোঃ জাহির উদ্দিন, সহ সভাপতি মোঃ ছানাউর রহমান চানা মিয়া, মোঃ বেলাল আহমেদ,উপস্থিত ছিলেন গ্রীস বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জিয়া পরিষদের সভাপতি আব্দুর রহিম খালা মিয়া, যুবদলের সভাপতি এম মুশেদ খান, প্রধান অতিথির বক্তব্যে শেখ গোলাপ মিয়া বলেন আওয়ামী লীগ সরকার বাকশালের কাঁয়দায় দেশ পরিচালনা করে দেশনেত্রী বেগম জিয়াকে কারাগারে বন্দি করে তিলে তিলে হত্যা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে,আদালতে জামিন পাওয়া বেগম জিয়ার অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এতে বুঝা যায় সরকারি একদলীয় শাসন শুরু করেছে।
    শেখ গোলাপ মিয়া জাগপার কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন দেশ ও জাতির কল্যাণে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন করে জাগপাকে ক্ষমতায় নিতে হবে,শেখ গোলাপ মিয়া আরো বলেন ১৯৭১ সালের ২৩শে মার্চ দিনাজপুরের মাটিতে বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী শফিউল আলম প্রধান ভাইয়ের স্বপ্নের বাংলাদেশ গড়ার আমাদের একমাত্র অঙ্গীকার,সভাপতির বক্তব্যে মোঃ আকুল মিয়া বলেন স্বৈরাচারী সরকার পতন না হওয়া পর্যন্ত জাগপার আন্দোলন চলছে এবং চলবে,আলোচনা সভা শেষে ১২-০১ মিনিটে জাগপা গ্রীস শাখা নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন

    আরও খবর

    Sponsered content