• অপমৃত্যু

    সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে এক কৃষক নিহত

      প্রতিনিধি ১৯ মে ২০২১ , ৫:৪০:৪৩ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের ছাতক উপজেলার হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। নিহতের নাম মো. সুজন মিয়া(৩০) । তিনি উপজেলার চরমহল্লা ইউনিয়নের প্রথমাচর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।
    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,নিহত কৃষক আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় হাসন নগর গ্রাামের মাঠে গরু আনতে গেলে বৃষ্টিপাত শুরুর এক পর্যায়ে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তার স্বজনরা ছাতক থানা পুলিশকে খবর দেন এবং পরে তারা ঘটনাস্থলে গিয়ে ঐ কৃষকের লাশ নিয়ে আসেন।
    এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    আরও খবর

    Sponsered content