প্রতিনিধি ১৮ মে ২০২১ , ১১:১৬:০৫ অনলাইন সংস্করণ
হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, বেসামরিক প্রতিটি মানুষের সুরক্ষা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে ইসরায়েলকে অনুরোধ করেছেন বাইডেন। হামাস ও গাজার সশস্ত্র অন্য সংগঠনগুলোর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের অগ্রগতি নিয়েও আলোচনা করেছেন দুই নেতা।
ফিলিস্তিনে চলমান ধ্বংসযজ্ঞ ও বেসামরিক প্রাণহানি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও মানবাধিকার সংগঠন আহ্বান জানিয়েছে।
ইসরায়েলকে বেসামরিক মানুষ হত্যা বন্ধ করতেই হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র। একই সাথে বেসামরিক স্থাপনা ব্যবহার করে হামাসের কার্যক্রম পরিচালনা নিয়েও উদ্বেগ জানান তিনি।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ফিলিস্তিনে সহিংসতা বন্ধের আহ্বান জানালেও ইসরাইল আত্মরক্ষার অধিকারের পক্ষেও কথা বলেছেন। অবিলম্বে অস্ত্রবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে ফ্রান্স, মিসরসহ বিভিন্ন দেশ।
গাজায় ১০ মে থেকে হামলা শুরু করে ইসরায়েল। এতে এখন পর্যন্ত উপত্যকায় ২১২ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ৬১ জন শিশু। এসব হামলার জবাবে হামাসসহ সশস্ত্র গোষ্ঠীগুলোর ছোড়া রকেটে ইসরায়েলের ১০ নাগরিক নিহত হয়, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে।
অবরোধে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ২০ লাখ বাসিন্দার গাজা উপত্যকা নতুন করে সহিংসতার ফলে মুখ থুবড়ে পড়েছে। গত কয়েক দিনে অঞ্চলটিতে বোমা মেরে ৪০টি স্কুল ও চারটি হাসপাতাল ভবন আংশিক বা পুরোপুরি ধসিয়ে দিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। জ্বালানি সংকটে অঞ্চলটির মৌলিক সেবাও বন্ধ হওয়ার মুখে।
হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সব ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি সেবাবিষয়ক প্রধান ড. মাইক রায়ান।